মশিউর রহমান কাউসার, গৌরীপুর (ময়মনসিংহ) প্রতিনিধি :
ময়মনসিংহের গৌরীপুর উপজেলার ডৌহাখলা উচ্চ বিদ্যালয়ের প্রায় ৩ লক্ষ টাকা মূল্যের ১৮টি মেহগনি ও ১টি রেন্ট্রি গাছ কেটে নিয়ে টাকা আতœসাতের অভিযোগ ওঠেছে ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মো. কাজিম উদ্দিনেরে বিরুদ্ধে। ডৌহাখলা উচ্চ বিদ্যালয়ের মাঠ থেকে বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির তৎকালীন সভাপতি ও ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মো. কাজিম উদ্দিন সংশ্লিষ্ট দপ্তরের অনুমোদন ছাড়াই কেটে নিয়েছেন ১৯টি গাছ। বিদ্যালয়ের প্রধান শিক্ষক নরোত্তম রায় বলেন, মো. কাজিম উদ্দিন বিদ্যালয়ের মাঠ থেকে গাছগুলো কেটে নিয়েছেন। তবে কি করেছেন তা আমার জানা নেই। গাছ কাটার বিষয়টি স্বীকার করে মো. কাজিম উদ্দিন বলেন, আসবাবপত্র তৈরির জন্য ৩ সদস্যের কমিটি করা হয়েছিল। এলাকাবাসী জানান, ২২মার্চ গাছগুলো কেটে নেন। গাছগুলো কেটে স’মিলে নিয়ে গাছগুলো বিক্রি করে দেয়া হয়েছে।
আপনার মতামত লিখুন :