সোমবার, ০৫ Jun ২০২৩, ১১:২০ অপরাহ্ন

আ’লীগের প্রার্থীকে নির্বাচিত করতে ড.সামীউল আলমের মতবিনিময়

litan- mমশিউর রহমান কাউসার, গৌরিপুর : ময়মনসিংহ-৩ গৌরীপুর আসনে উপ নির্বাচনে আওয়ামীলীগের মনোনীত প্রার্থী বীরমুক্তিযোদ্ধা নাজিম উদ্দিন আহামেদকে নির্বাচিত করতে দলীয় নেতা কর্মীদের সাথে রবিবার (১৯ জুন) উপজেলা পাবলিক হলে বাংলাদেশ আওয়ামীলীগ কেন্দ্রীয় উপ কমিটির সহ সম্পাদক কৃষিবিদ ড. সামীউল আলম লিটনের উদ্যোগে এক মতবিনিময় সভা ও ইফতার পার্টি অনুষ্ঠিত হয়েছে। মতবিনিময় সভায় এমপি প্রার্থী বীরমুক্তিযোদ্ধা নাজিম উদ্দিন আহামেদকে আসন্ন নির্বাচনে বিপুল ভোটে বিজয়ী করার লক্ষে দলীয় নেতা কর্মীসহ সর্বস্তরের জনগনকে মাঠে কাজ করার আহবান জানান লিটন। এতে প্রধান অতিথির বক্তব্যে নাজিম উদ্দিন আহামেদ বলেন, গৌরীপুর উপজেলা আওয়ামীলীগকে সুসংগঠিত করার জন্য প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা আমাকে এই আসনে এমপি পদে মনোনয়ন দিয়েছেন। আমি নির্বাচিত হয়ে আওয়ামীলীগের ত্যাগী ও মেধাবী নেতা কর্মীদের মূল্যায়ন করব। এলক্ষে তিনি সকলের সার্বিক সহযোগীতা, সমর্থন, রায় ও দোয়া কামনা করেছেন। গৌরীপুর উপজেলা আওয়ামীলীগের সিনিয়র সহ সভাপতি ডাঃ হেলাল উদ্দিনের সভাপতিত্বে ও গৌরীপুর সরকারি কলেজ ছাত্র সংসদের সাবেক ভি,পি মাহবুবুর রহমান শাহিনের সঞ্চালনায় মতবিনিময় সভায় অন্যান্যদের মাঝে বক্তব্য রাখেন, উপজেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক বিধু ভূষন দাস, উপজেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক ও নব নির্বাচিত ইউপি চেয়ারম্যান রমিজ উদ্দিন স্বপন, আব্দুল মুন্নাফ, কৃষি বিষয়ক সম্পাদক হাফিজ উদ্দিন, মহিলা বিষয়ক সম্পাদক উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান রাবেয়া ইসলাম ডলি, উপজেলা আওয়ামীলীগ নেতা অধ্যাপক ফরিদ উদ্দিন, সাবেক পৌর মেয়র শফিকুল ইসলাম হবি, উপজেলা কৃষকলীগের সাধারন সম্পাদক মনসুর আহাম্মদ মিলন, গৌরীপুর সরকারি কলেজের সাবেক ভি,পি কাজিম উদ্দিন, সিধলা ইউনিয়নের চেয়ারম্যান জয়নাল আবেদীন, ২নং গৌরীপুর ইউনিয়নের চেয়ারম্যান আনোয়ার হোসেন, সহনাটি ইউনিয়নের চেয়ারম্যান আব্দুল মান্নান, ভাংনামারী ইউনিয়নের চেয়ারম্যান মফিজুন নূর খোকা, বোকাইনগর ইউনিয়নের চেয়ারম্যান হাবিব উল্লাহ, সাবেক ইউপি চেয়ারম্যান ফজলে মাসুদ, হযরত আলী, উপজেলা যুবলীগের সাধারন সম্পাদক ইকবাল হাসান আজাদ লিটন, সাবেক পৌর যুবলীগ নেতা আব্দুল রউফ মোস্তাকীম, উপজেলা ছাত্রলীগ নেতা নাজিমুল ইসলাম শুভ প্রমুখ। এতে উপজেলা আওয়ামীলীগ ও তার সহযোগী সংগঠনের নেতা-কর্মী ও সমর্থকবৃন্দ স্বস্ফূর্তভাবে অংশ গ্রহন করেন।

Please Share This Post in Your Social Media

কপিরাইট © ফুলবাড়িয়ানিউজ২৪ ডট কম ২০২০
Design & Developed BY A K Mahfuzur Rahman