সোমবার, ০৫ Jun ২০২৩, ১০:০৮ অপরাহ্ন

আলহাজ্ব ডা. মো: নজরুল ইসলাম ময়মনসিংহ জেলা আওয়ামী পর্যটনলীগ’র দপ্তর সম্পাদক

por-01

ফুলবাড়িয়া নিউজ 24ডটকম : (অব:) সেনা কর্মকর্তা – আলহাজ্ব ডা. মো: নজরুল ইসলামকে ” ময়মনসিংহ জেলা আওয়ামী পর্যটনলীগ ” এর দপ্তর সম্পাদক পদে নিয়োগ দেয়া হয়েছে।
গত ২২ সেপ্টেম্বর ময়মনসিংহ জেলা আওয়ামী পর্যটনলীগ সভাপতি : রাকিব আকন্দ ও জেলা পর্যটনলীগ এর সাধারণ সম্পাদক : সুয়েফ মাহমুদ (উদ্যম) স্বাক্ষরিত পত্র থেকে এটি নিশ্চিত হওয়া গেছে।
ময়মনসিংহ জেলা পর্যটনলীগ এর সাধারণ সম্পাদক : সুয়েফ মাহমুদ উদ্যম জানান – ময়মনসিংহ জেলার দলীয় কার্যক্রম বৃদ্ধি ও পর্যটন সমৃদ্ধ ময়মনসিংহ কে সকলের সামনে তুলে ধরার জন্যেই তাঁকে নিয়োগ দেয়া হয়েছে।

Please Share This Post in Your Social Media

কপিরাইট © ফুলবাড়িয়ানিউজ২৪ ডট কম ২০২০
Design & Developed BY A K Mahfuzur Rahman