বুধবার, ২৭ সেপ্টেম্বর ২০২৩, ১২:২৫ পূর্বাহ্ন

আমি কি শাকিবের বউ?

Opu-Biswas3-550x348ফুলবাড়িয়া নিউজ 24 ডটকম :  নায়ক শাকিব খান নতুন নায়িকা খুঁজে পেয়েছেন। একটি টেলিভিশনের একজন সংবাদ পাঠিকাকে তার সঙ্গী করেছেন। এই খবরে নাকি দারুণ চটেছেন শাকিবের এক সময়ের সঙ্গী নায়িকা অপু বিশ্বাস।

অপু বিশ্বাস। যেন নেটওয়ার্কের বাইরে। মুঠোফোন বন্ধ, নেই ফেসবুকেও। আগে চুক্তিবদ্ধ হওয়া দুটি ছবির শুটিং হচ্ছে তাঁকে ছাড়াই।

কোথায় অপু বিশ্বাস্ত

অবশেষে কৌশলেই পাওয়া গেল বাংলা চলচ্চিত্রের আলোচিত এই অভিনেত্রীকে।

ঙঢ়ঁ-ইরংধিং৩কেন দূরে? এমনকি শাকিব খানও তো আজকাল আপনার সম্পর্কে কোনো তথ্য দিতে পারছেন না, এমন প্রশ্নের জবাবে অপু উত্তর দিতে সময় নেননি।

তিনি বলেন, সহকর্মীদের সঙ্গে এখন যোগাযোগটা কম। হাতে থাকা ছবির বেশির ভাগ শুটিং শেষ। ফলে কাউকে আর বিরক্ত করি না। আরেকটা কথা, শাকিব কেন আমার খবর রাখবে? আমি কি তাঁর ঘরের বউ? আমরা শুধু পর্দাজুটি, ঘরের জুটি নই।

‘বসগিরি’ ও ‘শুটার’ ছবি দুটি ছেড়ে দেওয়ার কারণ নাকি শাকিব খান?

এমন প্রশ্নের জবাবে অপু বলেন, কে বলেছে এই সব বাজে কথা! বরং শাকিবই তো আমাকে কাজ করার কথা বলেছে।

অভিনয় ছাড়া আর কি করছেন?

অপু বলেন, অভিনয়টা আমার মূল পেশা। তবে ব্যবসাটাও বেশ উপভোগ করছি। দেখি, জিমের পর পার্লার ও রেস্টুরেন্টের ব্যবসা করা যায় কি না।

Please Share This Post in Your Social Media

কপিরাইট © ফুলবাড়িয়ানিউজ২৪ ডট কম ২০২০
Design & Developed BY A K Mahfuzur Rahman