সোমবার, ২৯ মে ২০২৩, ১১:৫৬ পূর্বাহ্ন
আন্তর্জাতিক ডেস্ক : ভারতের কংগ্রেস সভানেত্রী সোনিয়া গান্ধী তাঁর বিরুদ্ধে ‘রাজনৈতিক প্রতিহিংসাপরায়ণতা’র অভিযোগ তুলে বলেছেন, ‘আমি ইন্দিরা গান্ধির পুত্রবধূ, কাউকে ভয় পাই না’। ন্যাশনাল হেরাল্ড মামলায় আদালতে হাজিরা দেওয়ার সমনের বিরুদ্ধে আবেদন খারিজ হওয়ার পর মঙ্গলবার এনডিটিভিকে দেয়া এক সাক্ষাৎ কারে তিনি এ প্রতিক্রিয়া ব্যক্ত করেন। এক প্রশ্নের জবাবে তিনি বলেন, রাজনৈতিক প্রতিহিংসার শিকার হলেও আমি এ নিয়ে আদৌ বিচলিত নই ।
এদিকে, এ নিয়ে কৌশল নির্ধারণে মঙ্গলবার সংসদে বৈঠকে বসেছিলেন কংগ্রেস নেতারা। তারপরই সাংবাদিকদের মুখোমুখি হয়ে ওই প্রতিক্রিয়া দেন সনিয়া।
সংসদেও এদিন ন্যাশনাল হেরাল্ড মামলা নিয়ে শোরগোল হয়। কংগ্রেস সাংসদরা দুই কক্ষেই সরব হন। সরকারের বিরুদ্ধে তাঁদের দলের প্রতি ‘রাজনৈতিক প্রতিহিংসাপরায়ণতা’র অভিযোগ তুলে বিক্ষোভ দেখান তাঁরা।
তবে মেট্রপলিটান ম্যাজিস্ট্রেটের আদালত এ দিনের মতো হাজিরা থেকে অব্যাহতি চেয়ে সনিয়া, রাহুল ও অন্য অভিযুক্তদের পেশ করা আবেদন মঞ্জুর করেছে। তাঁদের ১৯ ডিসেম্বর সশরীরে হাজিরা দিতে বলেছে আদালত।