‘আমার বাড়ি গোপালগঞ্জ, ঘাড়ের রগ বাঁকা’


প্রকাশের সময় : ডিসেম্বর ১৯, ২০১৫, ২:২৫ PM / ৭২
‘আমার বাড়ি গোপালগঞ্জ, ঘাড়ের রগ বাঁকা’

894654ফুলবাড়িয়‍া নিউজ 24 ডটকম : বিপিএলে ম্যাচ রেফারির ‘টস নাটক’ নিয়ে চ্যানেল একাত্তরে প্রচারিত সংবাদের তীব্র সমালোচনা করেছেন বিপিএলের ম্যাচ রেফারি রকিবুল হাসান। তার দাবি, সম্পূর্ণ উদ্দেশ্যমূলকভাবে ওই সংবাদ প্রচার করেছে চ্যানেল একাত্তর। বিসিবি সভাপতি, পরিচালক ও ফ্র্যঞ্চাইজি মালিকদের একহাত নিয়ে তিনি বলেন, আমার বাড়ি গোপালগঞ্জ, ঘাড়ের রগ একটা বাঁকা। তিনি আরও বলেন, ম্যাচ রেফারি হচ্ছেন ক্রিকেট মাঠের দেবতা। তাই তার সিদ্ধান্তই চূড়ান্ত।

টহঃরঃষবফবিতর্কিত সেই টস সম্পর্কে রকিবুল বলেন, ‘তুমি কি ওখানে ছিলা? দূর থেকে ব্রডকাস্ট ক্যামেরাতে দেখে নিজের মতামত দিয়ে দিলা একজন ম্যাচ রেফারি সম্পর্কে, যে কিনা ম্যাচের খোদা! প্রটোকল কি, কার দায়িত্ব কিৃম্যাচে রেফারি চাইলে প্রধানমন্ত্রীকে মাঠ থেকে বের করে দিতে পারে। কয়েন পড়বে, কয়েন উঠাবা মুখে বলে দিবা। আর আমি রাইট বলি, রং বলিÑ ম্যাচ রেফারি যেটা বলে ওটাই রাইট। এটা জানো তো, ওটা দেখে নিও ম্যাচ রেফারি কি? পানিশমেন্ট যখন দেয় এর বিরুদ্ধে আপিলও চলে না। নো আপিল।’

চ্যানেল, রিপোর্টারের বিরুদ্ধে ক্ষোভপ্রকাশ করে তিনি বললেন, ‘এরা সুবিধা নেয়। এরা হিন্দু। কিছু মনে করো না, এরা এজেন্সি করে। আমি জানি। ঢাকায় থাকা কিন্তু মুশকিল হয়ে যাবে। ছাত্র লীগের সঙ্গে আমার ওঠা-বসা। একটু পরেই আসবে ছাত্র লীগের নেতাকর্মীরা।

৮৯৮২বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সাবেক সভাপতি আ হ ম মুস্তফা কামাল ও বর্তমান সভাপতি নাজমুল হাসান পাপনকে-ও ছাড় দেননি জাতীয় দলের সাবেক এই অধিনায়ক। তিনি বলেন, ‘ওই পাপন-পুপন আর কামাল সাহেবদেরও চামড়া তুইলা ফালাই আমি। আমার বাড়ি গোপালগঞ্জ, ঘাড়ের রগ বাঁকা একটা। আমার অর্থের অভাব নাই, ডালভাত খাওয়ার সামর্থ্য আছে। আমার পরিবার বলায় বহু স্ট্রং।’

এদিকে, বরিশাল বুলস ও ঢাকা ডায়নামাইটসের মালিকদের একজন ধর্ষণ মামলায় আমেরিকায় জেল খেটে ছিলেন। আর আরেকজন হংকংয়ের বিসিসিআই ব্যাংক ভেঙে গেলে স্যুটকেস ভরে টাকা এনে দেশে এসে ব্যবসা করছেন বলে উল্লেখ করেন।

প্রসঙ্গত, সদ্যশেষ হওয়া বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) দ্বিতীয় কোয়ালিফায়ার ম্যাচে মুখোমুখি হয়েছিল ঢাকা ডাইনামাইটস ও বরিশাল বুলস। তবে ঢাকার দুর্ভাগ্য টস জিতলেও ম্যাচ জিততে পারেনি তারা। নিয়মানুযায়ী মুদ্রা মাটিতে থাকা অবস্থায় টসজয়ীর নাম ঘোষণা করেননি রকিবুল। বরং দুই অধিনায়ককে ঢেকে দিয়ে মাটি থেকে মুদ্রা তুলে হাতে নেওয়ার পর ঢাকা ডাইনামাইটসকে টসজয়ী ঘোষণা করেন তিনি।

দুই দলের অধিনায়ক মাহমুদুল্লাহ রিয়াদ ও কুমার সাঙ্গাকারা কেউই দেখতে পাননি আসলে কি ছিল টসের ফলাফল! ভিডিওচিত্রে রকিবুলের ‘দারুণ কসরতে’ কয়েন উত্তোলনের দৃশ্য ভালোভাবে পর্যবেক্ষণ করেও বোঝা যায়নি যে, পয়সার যে পাশ ওপরে ছিল আদৌ সেটিকেই বিজয়ী ঘোষণা করা হয়েছে কি না! কিন্তু আসলেই কি সেদিন ঢাকা টস জিতেছিলো? এমন প্রশ্ন নিয়ে চ্যানেল একাত্তরের ক্রীড়া সাংবাদিক একটি প্রতিবেদন করেন।

সূত্র : চ্যানেল ৭১