রবিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৩, ০৩:২৭ পূর্বাহ্ন
ফুলবাড়িয়া নিউজ 24ডটকম : বেগম ফজিলাতুন্নেছা মুজিব মহিলা মহাবিদ্যালয়ের গভর্ণিং বডির সভাপতি, বিশিষ্ট শিক্ষানুরাগী ও সমাজ সেবক এড. ইমদাদুল হক সেলিম বলেন, ফুলবাড়ীয়া উপজেলার পিছিয়ে পড়া নারী শিক্ষা প্রসারের লক্ষ্যে আলহাজ্ব মোসলেম উদ্দিন এ্যাডভোকেট এমপি সাহেব বেগম ফজিলাতুন্নেছা মুজিব মহিলা মহাবিদ্যালয় প্রতিষ্ঠা করেছিলেন। আজ এ কলেজটি জাতীয়করণের মাধ্যমে নারী শিক্ষা প্রসারে আরেক ধাপ এগিয়ে গেল। মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা এ কলেজটি জাতীয় করণের সিদ্ধান্ত নেয়ায় আমরা উনার প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করছি। তিনি বলেন, অনেক প্রতিকুল অবস্থার মধ্যদিয়ে ১৯৯৯সালে বঙ্গবন্ধুর সহধর্মীনীর নামে প্রতিষ্ঠিত কলেজটি এগিয়ে নিতে সাংবাদিকদেরও সহযোগিতা রয়েছে। এর জন্য আমি সাংবাদিক বন্ধুদের প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করছি। তিনি আরও বলেন, ১৯৭২সালে আলহাজ্ব মোসলেম উদ্দিন এ্যাডভোকেট এমপি মহোদয় ফুলবাড়ীয়া মহাবিদ্যালয় প্রতিষ্ঠা করেছিলেন। মেয়ে ও ছেলে উভয়ের জন্য এ কলেজটি এখন বিশ্ববিদ্যালয় কলেজে রূপান্তর করা হয়েছে। আমাদের এ প্রাণের দাবী অনতিবিলম্বে ফুলবাড়ীয়া বিশ্ববিদ্যালয় কলেজকে জাতীয় করণ করার জন্য মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার নিকট জোর দাবী জানাচ্ছি। তিনি দু:খ করে বলেন, এবিষয়কে কেন্দ্র করে কেউ কেউ ধুম্রজাল সৃষ্টি করার জন্য ষড়যন্ত্র করছে। আমরা চাই নিয়মতান্ত্রিক আন্দোলনের মাধ্যমে আমাদের দাবী বাস্তবায়ন এবং মাননীয় এমপি সাহেবের হাতকে শক্তিশালী করার মাধ্যমে উন্নয়নের অগ্রযাত্রা অব্যাহত রাখা সম্ভব। গতকাল রবিবার সন্ধ্যা ৭টায় ফুলবাড়ীয়া প্রেসকাবে সাংবাদিকদের সঙ্গে মত বিনিময়কালে তিনি একথা বলেন। এতে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন ফুলবাড়ীয়া প্রেসকাব সভাপতি মো. নুরুল ইসলাম খান, সাবেক ভারপ্রাপ্ত সভাপতি মো. নজরুল ইসলাম, দফতর সম্পাদক হেলাল উদ্দিন, সমাজ কল্যাণ সম্পাদক মো. সুরুজ্জামান, উপজেলা আওয়ামীলীগের কার্যকরী কমিটির সদস্য এজিদুল হক, শ্রমিকলীগের যুগ্ন আহ্বায়ক মনির উদ্দিনসহ অন্যান্য নেতৃবৃন্দ।