রবিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৩, ০৩:০৩ পূর্বাহ্ন

আবারো একসঙ্গে অহনা ও সাব্বির জুটি

106ফুলবাড়িয়া নিউজ 24ডটকম : আবারো একসঙ্গে ক্যমেরাবন্দি হলেন অহনা ও সাব্বির জুটি। নাটকটি রচনা করেছেন রিহাব মাহমুদ। নাটকটি পরিচালনা করেছেন আসাদ-উজ-জোহা আসাদ। সম্প্রতি রাজধানীর অদূরে পূবাইলে নাটকটির শুটিং শেষ হয়েছে। নাটকটিতে অহনা অভিনয় করেছেন নকশী চরিত্রে এবং সাব্বির আহমেদ অভিনয় করেছেন উৎস চরিত্রে। মাস্টার্স শেষ করা উৎস গ্রামে আসে গ্রামের উন্নয়নের জন্য। নকশী সেই গ্রামে আসে বেড়াতে। পরিচয় হয় দু’জনের। তারপর প্রেম, ভালোবাসা। কিন্তু। কিন্তু কী তা দেখতেই টিভির পর্দায় চোখ রাখতে হবে। নাটকটিতে অভিনয় প্রসঙ্গে অহনা বলেন, এক বছর পর সাব্বিরের সঙ্গে অভিনয় করলাম। শুটিংয়ের ফাঁকে ফাঁকে আমরা অনেক মজা করেছি। আসাদ ভাইয়ের এটা প্রথম কাজ হলেও তার কাজে যথেষ্ট আন্তরিকতা ছিল। সবমিলিয়ে খুবই ভালো একটি কাজ হয়েছে। আশাকরি ভালো লাগবে দর্শকের। সাব্বির আহমেদ বলেন, গ্রামের মিষ্টি একটি প্রেমের গল্পের মধ্য দিয়ে নানা চড়াই-উৎরাইয়ের গল্প কারেকশন। বেশ গুছানো একটি কাজ হয়েছে। দর্শকের ভালোলাগবে এটা নিশ্চিত আমি। ধন্যবাদ আসাদ ভাইকে ভালো গল্পের একটি কাজে আমাকে নেয়ার জন্য। পরিচালক জানান, শিগগিরই নাটকটি একটি স্যাটেলাইট চ্যানেলে প্রচার হবে। এদিকে অহনা এরই মধ্যে বান্দরবানে শেষ করে এসেছেন পিএ কাজল পরিচালিত চোখের দেখা চলচ্চিত্রের কাজ।

Please Share This Post in Your Social Media

কপিরাইট © ফুলবাড়িয়ানিউজ২৪ ডট কম ২০২০
Design & Developed BY A K Mahfuzur Rahman