বুধবার, ২৭ সেপ্টেম্বর ২০২৩, ০১:১৪ পূর্বাহ্ন
মশিউর রহমান কাউসার, গৌরীপুর : ময়মনসিংহের গৌরীপুর উপজেলার কলতাপাড়ায় ডেলটা স্পিনিং মিলে শনিবার (১ অক্টোবর) দুপুর ২ টার দিকে বেতন ভাতা বৃদ্ধির দাবিতে শ্রমিকরা বিক্ষোভ-ভাংচুর শেষে অনির্দিষ্টকালের জন্য ধর্মঘটের ডাক দিয়েছে। ভুক্তভোগী ডেলটা মিলের শ্রমিকরা জানায় মিল মালিক কর্তৃপক্ষ শ্রম আইনের নিয়মনীতি না মেনে তাদেরকে দিয়ে অতি স্বল্প বেতনে কঠোর পরিশ্রম করাচ্ছেন। এই বেতন দিয়ে শ্রমিকরা তাদের পরিবার পরিজন নিয়ে অনাহারে অর্ধাহারে জীবন যাপন করতে হচ্ছে। তাই বেতন বাড়ানো দাবিতে শ্রমিকরা কয়েক মাস ধরে আন্দোলন করে আসছে। আন্দোলনের প্রেক্ষিতে মিল কর্তৃপক্ষ শ্রমিকদের বেতন ভাতা বাড়ানোর প্রতিশ্রুতিও দিয়েছিল। কিন্তু সেই প্রতিশ্রুতির কয়েক মাস অতিবাহিত হলেও তা বাস্তবায়ন না হওয়ায় শ্রমিকদের মাঝে আন্দোলনের নতুন মাত্র যোগ হয়। ঘটনার দিন বিক্ষোব্দ শ্রমিকরা বেতর ভাতার দাবিতে ওই মিলে হামলা চালিয়ে ভাংচুর করে এবং অনির্দিষ্টকালের জন্য শ্রমিক ধর্মঘটের ডাক দেয়। খবর পেয়ে গৌরীপুর থানার পুলিশ লাঠিচার্জ করে পরিস্থিতি নিয়ন্ত্রনে আনে। ডেলটা স্পিনিং মিলের জেনারেল ম্যানেজার মোঃ নজরুল ইসলাম মিলে শ্রমিকদের ভাংচুরের ঘটনার সত্যতা স্বীকার করে বলেন পরিস্থিতি নিয়ন্ত্রণের চেষ্টা চলছে।