রবিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৩, ০৫:২১ পূর্বাহ্ন
ফুলবাড়ীয়া নউিজ 24ডটকম : চলতি বছরের ১ সেপ্টেম্বর থেকে গ্যাস-বিদ্যুতের বর্ধিত নতুন মূল্য কার্যকরের পর মাত্র ২ মাসের ব্যবধানে আবারও বিতরণকারী কোম্পানিগুলো আরেক দফা দাম বাড়ানোর তোড়জোড় শুরু করেছে। লোকসানে আছে এমন তথ্য দিয়ে সম্প্রতি বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশনের (বিইআরসি) কাছে গ্যাস-বিদ্যুতের দাম বৃদ্ধির আবেদন করেছে অধিকাংশ সেবাদানকারী সংস্থা। বিইআরসির কারিগরি কমিটি বর্তমানে আবেদনগুলো যাচাই-বাছাই করছে বলে জানা গেছে।
জানা যায়, বিইআরসি চলতি বছরের আগষ্টে গণশুনানি করে গ্যাসের দাম গড়ে ২৬ দশমিক ৩৯ শতাংশ ও বিদ্যুতের দাম ২ দশমিক ৯৩ শতাংশ বাড়ানোর ঘোষণা করে। যা গত ১ সেপ্টেম্বর থেকে কার্যকর হয়। কিন্তু দাম বৃদ্ধির ঘোষণার ২ মাস যেতে না যেতেই আবারও দাম বৃদ্ধির জন্য বিইআরসির কাছে আবেদন করে বিতরণ কোম্পানিগুলো। এতে আবারও গ্যাস-বিদ্যুতের মূল্য বৃদ্ধির সঙ্কায় রয়েছে গ্রাহকরা।
বিইআরসি সূত্রে জানা যায়, দুই সপ্তাহ আগে গ্যাস-বিদ্যুতের দাম বৃদ্ধির জন্য পাওয়ার ডেভেলপমেন্ট বোর্ড, রুরাল ইলেকট্রিফিকেশন র্বোর্ড, ঢাকা পাওয়ার ডিস্ট্রিবিউশন কোম্পানি লি., ঢাকা ইলেকট্রিক পাওয়ার সাপ্লাই কোম্পানি লি. ও তিতাস গ্যাসসহ অধিকাংশ কোম্পানি দাম বৃদ্ধির আবেদন করে।
বিতরণকারী কোম্পানিগুলো বলছে, বর্তমানে ২৩ পয়সা বাল্ক রেট ও ৫ পয়সা হুইলিং চার্জ দরে গ্রাহকদের বিদ্যুৎ সেবা দেওয়া হচ্ছে তাতে কোম্পানিগুলো লোকসানে পড়ছে।
অন্যদিকে গ্যাস কোম্পানিগুলো বলছে, গ্যাসের জন্য ১০ পয়সা যে অতিরিক্ত মূল্য ধরা আছে তা কোম্পানিগুলো পাচ্ছেনা। এটি জ্বালানি নিরাপত্তা খাতের ফান্ডে যাচ্ছে। এতে কোম্পানিগুলো সন্তুষ্ট নয়। তাছাড়া আগস্টে দাম বৃদ্ধির পর বেশ কয়েকটি কোম্পানি তাদের লাভ সমন্বয় করতে পারেনি। তিতাস গ্যাস মূলধনের তুলনায় বেশি লভ্যাংশ ফেরত দেওয়ায় লোকসানে রয়েছে কোম্পানিটি। আর এ কারণেই বিইআরসির কাছে এই আবেদন।
এ প্রসঙ্গে বিইআরসির সদস্য ড. সেলিম মাহমুদ বলেন, গ্যাস-বিদ্যুতের মূল্য বৃদ্ধির আবেদন আমাদের কারিগরি কমিটির কাছে গেছে বলে জানি। তবে বিষয়টি এখনো আমাদের কাছে আসেনি। আমাদের টেকনিক্যাল কমিটির যাচাই-বাছাই করছে।
আবেদনগুলো আমাদের কাছে আসলে তা আমরা পরীক্ষা-নিরীক্ষা করে দেখব। তবে বিদ্যুৎ খাতে আমাদের ‘অটো ট্যারিফ’ সিস্টেম চালু করতে হবে। আমাদের পার্শ্ববর্তী দেশ ভারতেও অটো ট্যারিফ সিস্টেমে গ্রাহকরা বিদ্যুৎ বিল দিচ্ছেন বলে জানান তিনি। তবে বিদ্যুৎ-গ্যাসের মূল্য যে আবারও বাড়বে আমি এমনটিও বলছি না। আমাদের কাছে আবেদন আসলে তা পরীক্ষা-নিরীক্ষার পর কতটুকু দাম সমন্বয় করা হলে গ্রাহকদের জন্য সহনীয় হবে সেদিকে লক্ষ্য রাখা হবে বলে জানান তিনি।
সূত্র- ইন্টারনেট