বুধবার, ০৪ অক্টোবর ২০২৩, ১০:৩৯ পূর্বাহ্ন
ফুলবাড়িয়া নিউজ 24 ডট কম : “তথ্য অধিকার সংকটে হাতিয়ার’ প্রতিপাদ্য নিয়ে এবং “সংকটকালে তথ্য পেলে জনগনের মুক্তি মেলে” শ্লোগানে ফুলবাড়িয়া উপজেলা প্রশাসনের উদ্যোগে উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়ে আন্তর্জাতিক তথ্য অধিকার দিবস উপলক্ষে ভার্চুয়াল আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
২৮ সেপ্টেম্বর সোমবার উপজেলা নির্বাহী অফিসার আশরাফুল ছিদ্দিকের সভাপতিত্বে অনুষ্ঠিত ভার্চুয়াল আলোচনা সভায় সহকারী কমিশনার (ভূমি) দিলরুবা ইসলাম, উপজেলা প্রকৌশলী সালমান রহমান রাসেল, উপজেলা নির্বাচন কর্মকর্তা মোহাম্মদ মোস্তফা কামাল, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা নুর মোহাম্মদ, উপজেলা সমবায় অফিসার মো: নজরুল ইসলাম সহ বিভিন্ন পর্যায়ের প্রতিনিধিবৃন্দ সভায় অংশ নেন।