আছিম ইসলামিক কিন্ডারগার্টেনে মাতৃভাষা দিবস ও প্রতিষ্ঠার এক যুগ পালিত


প্রকাশের সময় : ফেব্রুয়ারী ২২, ২০১৬, ১০:২৩ AM / ৫৮৬
আছিম ইসলামিক কিন্ডারগার্টেনে মাতৃভাষা দিবস ও প্রতিষ্ঠার এক যুগ পালিত

100জিল্লুর রহমান রিয়াদ, আছিম : আন্তর্জাতিক মাতৃভাষা দিবস ও প্রতিষ্ঠার এক যুগ উপলক্ষে দক্ষিণ ফুলবাড়ীয়ার অন্যতম প্রাচীন শিশু শিক্ষা প্রতিষ্ঠান আছিম ইসলামিক কিন্ডার গার্টেনে প্রাক্তন শিক্ষার্থীদের পূনর্মিলনী, সাংস্কৃতিক অনুষ্ঠান ও পুরষ্কার বিতরণী অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (২২ফেব্রুয়ারি) আছিম বহুমুখী উচ্চ বিদ্যালয়ের সাবেক ক্রীড়া শিক্ষক ও আছিম ইসলামিক কিন্ডার গার্টেনের প্রতিষ্ঠাতা – পরিচালক আলহাজ্ব ইউনুছ আলী এর সভাপতিত্বে ও আছিম বহুমুখী উচ্চ বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক গোলাম ফারুকের তত্বাবধানে সকাল ১১ টায় কুরআন তেলাওয়াতের মাধ্যমে অনুষ্ঠান শুরু হয়।
প্রথমেই আমন্ত্রিত অতিথিদেরকে ফুল দিয়ে বরণ করে নেয় শিক্ষার্থীরা।
উসমাণ গণি ও মামুনুর রশীদের সঞ্চালনায় জাতীয় সংগীত পরিবেশনের মাধ্যমে শুরু হওয়া সাংস্কৃতিক অনুষ্ঠানে কবিতা আবৃত্তি, দেশাত্মবোধক গান, ইসলামিক গান ও নৃত্য পরিবেশন করে শিক্ষার্থী এবং আমন্ত্রিত শিল্পীবৃন্দ।
অনুষ্ঠানের পর ভালো পারফর্ম কারীদের পুরষ্কার তুলে দেন অতিথিবৃন্দ।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন শাহাবুদ্দীন ডিগ্রী কলেজের সহকারী অধ্যাপক মোঃ ঈসমাইল হোসেন, কলেজ গভর্নিং বডির নির্বাচিত সদস্য মোঃ মুজিবর রহমান, আছিম বহুমুখী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুর রেজ্জাক দুলাল, সাবেক প্রধান শিক্ষক হাসানুজ্জামান, সোয়াইতপুর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক খলিলুর রহমান, শাহাবুদ্দীন ডিগ্রী কলেজের সিনিয়র প্রভাষক আসাদুজ্জামান, শরীরচর্চা শিক্ষক আতিকুল ইসলাম, আলহাজ আব্দুল বারী মাস্টার, আব্দুল মতিন মাষস্টার, লোহান মাস্টার প্রমুখ।
অনুষ্ঠান শেষে সংশ্লিষ্ট সকলকে ধন্যবাদ জানান আছিম ইসলামিক কিন্ডারগার্টেনের প্রধান শিক্ষক আফরোজা আখতার।