রবিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৩, ০৫:৫৮ পূর্বাহ্ন

আছিমে খাবারের দোকানে ভ্রাম্যমান আদালতের জরিমানা

asinফুলবাড়িয়া নিউজ 24ডটকম : মঙ্গলবার (২১জনু) দুপুর ২টা হতে ৩টা পর্যন্ত উপজেলার আছিম বাজারে মোদির দোকান ও খাবার হোটেলে ভ্রাম্যমান আদালত অভিযান চালিয়ে ৭টি দোকানে ২০হাজার টাকা জরিমানা আদায় করেছে। মেয়াদর্ত্তীণ পণ্য ও বাসি খাবার রাখার অপরাধে এসব দোকানে জরিমানা করা হয়। আদালত পরিচালনা করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা নির্বাহী অফিসার শারমিন সুলতানা। এসময় সেনিটারী ইন্সপেক্টর মাহবুব হোসেন ও আর্মড ব্যাটালিয়ান ফোর্স আদালত কে সহযোগিতা করেন।

Please Share This Post in Your Social Media

কপিরাইট © ফুলবাড়িয়ানিউজ২৪ ডট কম ২০২০
Design & Developed BY A K Mahfuzur Rahman