সোমবার, ২৯ মে ২০২৩, ১২:৩৫ অপরাহ্ন
ফুলবাড়িয়া নিউজ ২৪ডটকম : ডাচ বাংলা ব্যাংকের ১টি এটিএম কার্ডসহ টাকা রাখার ২টি খালি ট্যাংঙ্ক বৃহস্পতিবার (৩মার্চ) সকাল ১০টার দিকে উদ্ধার করেছে ফুলবাড়ীয়া থানা পুলিশ।
জানা যায়, উপজেলার আছিম পাটুলী ইউনিয়নের বাঁশদী গ্রামের মামুনের পুকুরে ট্যাংঙ্ক ২টি ভাসতে দেখে স্থানীয়রা পুলিশকে খবর দেয়। পুলিশ ট্যাংঙ্ক ২টি জব্দ করে থানায় নিয়ে এসে তা থেকে ডাচ বাংলা ব্যাংকের ১টি এটিএম কার্ড উদ্ধার করে। কার্ড নং- ০১২০৭৮৯২৪১২। ট্যাংঙ্ক ২টি গাজীপুরের ব্যাংক ডাকাতির ট্যাংঙ্ক কিনা তা নিয়ে সন্দেহের সৃষ্টি হয়েছে।
থানা অফিসার ইনচার্জ রিফাত খান রাজিব ঘটনার সততা নিশ্চিত করে বলেন, পুলিশ বিষয়টি গুরুত্বের সঙ্গে খতিয়ে দেখছে।
স্থানীয় সময় 2100 03মার্চ/2016