রবিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৩, ০২:৫৯ পূর্বাহ্ন
মশিউর রহমান কাউসার : ময়মনসিংহ-৩ গৌরীপুর আসনে জাতীয় সংসদের উপ নির্বাচনে আচরন বিধি লংঘনের দায়ে দুই এমপি প্রার্থীকে জরিমানা করেছেন ভ্রাম্যমান আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট গৌরীপুর উপজেলা সহকারি কমিশনার (ভূমি) মোঃ আব্দুল্লাহ আল জাকির। সোমবার (১১ জুলাই) বিকেলে ভ্রাম্যমান আদালতের এই অভিযান পরিচালিত হয়। এসময় নির্বাচনী আচরন বিধি লংঘন করায় আওয়ামীলীগের মনোনীত এমপি প্রার্থী আলহাজ্ব নাজিম উদ্দিন আহামেদ (নৌকা) ও স্বতন্ত্র প্রার্থী হাফেজ আজিজুল হক (মটরগাড়ী) কে জরিমানা করা হয়েছে।