বুধবার, ০৪ অক্টোবর ২০২৩, ০৯:০২ পূর্বাহ্ন
ফুলবাড়িয়া নিউজ 24ডটকম : পরিকল্পনা অনুযায়ী উপজেলার ৮নং রাঙ্গামাটিয়া ইউনিয়নের আক্তা গ্রামের আশেখ আলী ঈদগাহ মাঠের উন্নয়ন কাজ শনিবার (২৭আগস্ট) উদ্বোধন করা হয়েছে। উদ্বোধন করেন প্রধান অতিথি উপজেলা আওয়ামীলীগের তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক এডভোকেট ইমদাদুল হক সেলিম। ঈদগাহ মাঠে আয়োজিত পরিচালনা কমিটির সভাপতি ও আর্ন্তজাতিক সংস্থা এসোসিয়েট প্রেস (এপি) বাংলাদেশ ব্যুরো প্রধান জুলহাস আলম এর সভাপতিত্বে বক্তব্য রাখেন প্রধান অতিথি উপজেলা আওয়ামীলীগের তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক এডভোকেট ইমদাদুল হক সেলিম, ইউনিয়ন পরিষদের আসন্ন উপ-নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী সালিনা চৌধুরী, উপজেলা কমিউনিটি পুলিশিং কমিটির সাধারণ সম্পাদক মো. হারুন অর রশিদ হারুন, মাঠ কমিটির সাধারণ সম্পাদক মফিজ উদ্দিন আকন্দ, উপজেলা ছাত্রলীগ সভাপতি রফিকুল ইসলাম রাকিব, সাধারণ সম্পাদক সারোয়ার আলম, আলতাফ হোসেন প্রমুখ। দোয়া পরিচালনা করেন ঈদগাহ মাঠের ইমাম ও খতিব মাও. আলী আকবর। পরিচালনায় ইউনিয়ন আ’লীগের সাধারণ সম্পাদক বীরমুক্তিযোদ্ধা মো. নুরুল ইসলাম।