বুধবার, ০১ ফেব্রুয়ারী ২০২৩, ০৮:১৯ পূর্বাহ্ন
ফুলবাড়িয়া নিউজ 24 ডট কম : বাংলাদেশ আওয়ামী লীগ এর ২২ তম জাতীয় সম্মেলন রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে শনিবার (২৪ ডিসেম্বর) অনুষ্ঠিত হয়। এতে বাংলাদেশ আওয়ামী লীগ ফুলবাড়িয়া উপজেলা শাখার সভাপতি এডভোকেট ইমদাদুল হক সেলিম ও সাধারণ সম্পাদক মো. হারুন অর রশিদ হারুন এর নেতৃত্বে বাংলাদেশ আওয়ামী লীগ ফুলবাড়িয়া উপজেলা শাখার সহ সভাপতি ও বার বার নির্বাচিত মেয়র মো. গোলাম কিবরিয়া সহ বৃহৎ একটি টিম জাতীয় কাউন্সিলে স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ করে।
কাউন্সিল শেষে নব নির্বাচিত জাতীয় নেতৃবৃন্দ কে ফুল দিয়ে শুভেচ্ছা জানান ফুলবাড়িয়া উপজেলা আওয়ামী লীগ নেতৃবৃন্দ ও ময়মনসিংহ জেলা যুব মহিলা লীগের আহ্বায়ক অধ্যাপক বিলকিস খানম পাঁপড়ি সৌজন্য সাক্ষাৎ করে ও ফুলেল শুভেচ্ছা বিনিময় করেন।
বাংলাদেশ আওয়ামী লীগ ফুলবাড়িয়া উপজেলা শাখার সভাপতি এডভোকেট ইমদাদুল হক সেলিম জানান, জাতীয় এ কাউন্সিলে অতীতের সকল রেকর্ড ভেঙ্গে বতর্মান কমিটির নেতৃত্বে ২০জন কাউন্সিলর, ৬০জন ডেলিগেট, ১০জন অতিথি সর্বমোট ৯০ জন বিভিন্ন স্তরের নেতৃবৃন্দ ফুলবাড়ীয়া উপজেলা থেকে যোগদান করেন।