রবিবার, ০৩ Jul ২০২২, ০৯:০১ অপরাহ্ন
ফুলবাড়িয়া নিউজ 24 ডট কম : আজ ২৩ সেপ্টেম্বর বৃহস্পতিবার। দেশের অন্যতম শীর্ষ ইংরেজি দৈনিক the daily observer এর ময়মনসিংহের নতুন জেলা প্রতিনিধি হিসাবে মো. সিরাজুল হক কে নিয়োগ দেওয়া হয়েছে। সিরাজুল হক ময়মনসিংহের মুক্তাগাছা উপজেলার বাসিন্দা। তিনি দীর্ঘদিন যাবত বিভিন্ন দৈনিকের সাথে জড়িত।observer ঢাকা অফিস থেকে Office axcutive সিমি ম্যাডামের কাছ থেকে নিয়োগপত্র বুঝে নেন।