বুধবার, ২৭ সেপ্টেম্বর ২০২৩, ১২:১৮ পূর্বাহ্ন

অধ্যাপক আনিসুজ্জামানকে হত্যার হুমকি

4ফুলবাড়িয়া নিউজ 24ডটকম : ঢাকা বিশ্ববিদ্যালয়ের এমিরেটাস অধ্যাপক ড. আনিসুজ্জামান মোবাইল এসএমএসে হত্যার হুমকি পেয়েছেন। এ ঘটনায় মঙ্গলবার রাতে তিনি রাজধানীর গুলশান থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেছেন।

আনিসুজ্জামান সাংবাদিকদের বলেন, ‘মঙ্গলবার বিকাল সাড়ে চারটার দিকে মোবাইল এসএমএসের মাধ্যমে তাকে হত্যার এই হুমকি দেওয়া হয়।’

তিনি বলেন, ‘বিকেলে আমার মোবাইলে একটি এসএমএস আসে, সেটা আমি খুলে দেখি-বিশুদ্ধ ভাষায় ইংরেজিতে যে লেখা আছে, তার সারমর্ম হচ্ছে আমি ব্লগারদের সমর্থন করি কেন? আপনি কি চাপাতির আঘাতে মরতে চান।’

গুলশান থানার ওসি মো. সিরাজুল ইসলাম খবরের সত্যতা নিশ্চিত করে বলেন, ‘অধ্যাপক ড. আনিসুজ্জামান নিজে থানায় এসে জিডি করেছেন। হুমকিদাতাদের শনাক্তে চেষ্টা চলছে।’

সম্প্রতি বাংলাদেশের বেশ ক’জন বিশিষ্ট ব্যক্তিকে হত্যার হুমকি দেয়া হয়েছে। গত ১৬ জুন তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু, ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভিসি অধ্যাপক আ আ ম স আরেফিন সিদ্দিকসহ ২৫ জনকে চিঠি পাঠিয়ে হত্যার হুমকি দেয়া হয়। ‘আনসারুল্লাহ বাংলা টিম-১৩’ এর নামে ডাকযোগে চিঠিটি পাঠানো হয়েছিল।
সূত্র, আমাদের সময় ডটকম

Please Share This Post in Your Social Media

কপিরাইট © ফুলবাড়িয়ানিউজ২৪ ডট কম ২০২০
Design & Developed BY A K Mahfuzur Rahman