গৌরীপুর প্রতিনিধি : ময়মনসিংহের গৌরীপুর উপজেলার অচিন্তপুর ইউনিয়ন ছাত্রলীগের উদ্যোগে মঙ্গলবার (১৬ আগস্ট) বিভিন্ন কর্মসূচীর মধ্য দিয়ে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪১ তম শাহাদত বার্ষিকী ও জাতীয় শোক দিবস পালিত হয়েছে। এ উপলক্ষে অচিন্তপুর ইউনিয়ন পরিষদ হলরুমে বিকেলে ইউনিয়ন ছাত্রলীগের আহবায়ক রফিকুল ইসলামের সভাপতিত্বে ও ছাত্রলীগ নেতা রানা আহাম্মেদ কদ্দুছের সঞ্চালনায় আলোচনা সভায় বক্তব্য রাখেন গৌরীপুর উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান আলী আহাম্মেদ খান সেলভী, অচিন্তপুর ইউনিয়ন আ’লীগের সভাপতি আব্দুর রাজ্জাক, সাধারন সম্পাদক ও অচিন্তপুর ইউনিয়নের চেয়ারম্যান শহিদুল ইসলাম অন্তর, উপজেলা ছাত্রলীগের সাবেক সাধারন সম্পাদক পৌর কাউন্সিলর মোফাজ্জল হোসেন, সাবেক যুগ্ন আহবায়ক মশিউর রহমান কাউসার, সাবেক ক্রীড়া সম্পাদক প্রদীপ বাগচী, সাবেক ছাত্রনেতা এইচ এম খায়রুল বাসার, অচিন্তপুর ইউনিয়ন ছাত্রলীগের যুগ্ন আহবায়ক মুজিবুর রহমান সুমন, ছাত্রলীগ নেতা জহিরুল ইসলাম, জুয়েল রানা, আবুল বাশার, শাহজাদা হোসেন প্রমুখ।
আপনার মতামত লিখুন :