গৌরীপুরে সাত ব্যবসায়ী প্রতিষ্ঠানকে জরিমানা


প্রকাশের সময় : অক্টোবর ১৬, ২০১৭, ২:২৩ PM
গৌরীপুরে সাত ব্যবসায়ী প্রতিষ্ঠানকে জরিমানা

bezal birodhi obizan-15.10

মশিউর রহমান কাউসার, গৌরীপুর : ময়মনসিংহের গৌরীপুর উপজেলার শ্যামগঞ্জ বাজারে ভোক্তা অধিকার সংরক্ষণ আইনে সাত ব্যবসায়ী প্রতিষ্ঠানকে মোট ৬৩ হাজার টাকা জরিমানা করা হয়েছে। সোমবার (১৬ অক্টোবর) দুপুরে উপজেলা নির্বাহী ম্যাজিস্ট্রেট ইউএনও মর্জিনা আক্তারের নেতৃত্বে পরিচালিত ভ্রাম্যমান আদালতের অভিযানে এ জরিমানা আদায় করা হয়। এসময় ভেজাল খাদ্য সামগ্রী তৈরীর দায়ে আলিফ বেকারীর মালিক মোঃ আলী হোসেনকে ত্রিশ হাজার টাকা জরিমানা করা হয়েছে। এছাড়া ভেজাল খাদ্য সামগ্রী বিক্রি ও নোংরা পরিবেশের জন্য সুরমা হোটেল এন্ড পিকনিককে পাঁচ হাজার , মলয় ষ্টোরে তিন হাজার, জিতেন্দ্র মিষ্টান্ন ভান্ডারে তিন হাজার, মোদক মিষ্টান্ন ভান্ডারে সাত হাজার, জনৈক দোকানীকে পাঁচ হাজার টাকা ও ভেজাল ঔষধ বিক্রির দায়ে জনতা ফার্মেসীকে দশ হাজার টাকা জরিমানা করা হয়েছে বলে জানিয়েছেন জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের ময়মনসিংহ জেলার সহকারি পরিচালক মোঃ শাহ আলম।

https://www.bkash.com/