গৌরীপুরে দুর্গোৎসব উদযাপন উপলক্ষে উপজেলা প্রশাসনের প্রস্তুতি সভা


প্রকাশের সময় : সেপ্টেম্বর ২১, ২০১৭, ১:৫২ PM
গৌরীপুরে দুর্গোৎসব উদযাপন উপলক্ষে উপজেলা প্রশাসনের প্রস্তুতি সভা

puza-21.09

গৌরীপুর (ময়মনসিংহ) প্রতিনিধি ঃ শান্তিপূর্ণভাবে শারদীয় দুর্গোৎসব ও দুর্গাপূজা উদযাপনের লক্ষ্যে ময়মনসিংহের গৌরীপুর উপজেলা প্রশাসনের উদ্যোগে বৃহস্পতিবার (২১ সেপ্টেম্বর) বিকেলে পাবলিক হলে জনপ্রতিনিধি, হিন্দু সম্প্রদায়ের নেতৃবৃন্দ, সুধীজন, সাংবাদিক ও পূজা মন্ডপ কমিটির প্রতিনিধিদের সাথে এক প্রস্তুতি সভার আয়োজন করা হয়। এতে প্রধান অতিথি ছিলেন বীরমুক্তিযোদ্ধা আলহাজ্ব নাজিম উদ্দিন আহামেদ এমপি। উপজেলা নির্বাহী অফিসার মর্জিনা আক্তারের সভাপতিত্বে ও উপজেলা পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক শ্যামল চন্দ্র করের সঞ্চালনায় এ প্রস্তুতি সভায় বক্তব্য দেন উপজেলা পরিষদের চেয়ারম্যান আহাম্মেদ তায়েবুর রহমান হিরণ, ভাইস চেয়ারম্যান মোঃ সানাউল হক, রাবেয়া ইসলাম ডলি, গৌরীপুর থানার অফিসার ইনচার্জ দেলোয়ার আহাম্মেদ, উপজেলা আওয়ামীলীগের সহ সভাপতি ডাঃ হেলাল উদ্দিন আহাম্মেদ, সাধারণ সম্পাদক বিধু ভূষণ দাস, পৌরসভার প্যানেল মেয়র দেওয়ান মাসুদুর রহমান খান সুজন, গৌরীপুর আবাসিক বিদ্যুত প্রকৌশলী তহুর উদ্দিন, গৌরীপুর প্রেসকাবের সভাপতি বেগ ফারুক আহাম্মেদ, সাংবাদিক সুপ্রিয় ধর বাচ্চু, উপজেলা হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের সভাপতি হীরা লাল দাস, ব্যবসায়ী ঐক্য পরিষদের সভাপতি ইউসুফ আলী, ময়মনসিংহ পল্লী বিদ্যুত সমিতি-৩ এর সাবেক পরিচালক রতন চন্দ্র সরকার, ইউপি চেয়ারম্যান রিয়াদুজ্জামান রিয়াদ প্রমুখ। এছাড়া বিভিন্ন ইউনিয়নের পূজা উদযাপন পরিষদ কমিটির নেতৃবৃন্দদের মাঝে বক্তব্য দেন গোবিন্দ বণিক, প্রবোধ চন্দ্র সরকার, অনিল শর্মা, উত্তম রায়, মানিক চন্দ্র সরকার, সঞ্জয় কুমার শীল, নারায়ন বাবু প্রমুখ। প্রস্তুতি সভায় বিভিন্ন পূজা মন্ডপের যাতায়াতের রাস্তার সংস্কার, নিবিচ্ছিন্ন বিদ্যুত সরবরাহ, নিরাপত্তা প্রদান, মাদক সেবন ও ইভটিজিং প্রতিরোধ, রাস্তায় বেপরোয়া মটরযান চলাচল নিয়ন্ত্রণ, রেজিস্ট্রেশন বিহীন মটরযানের বিরুদ্ধে অভিযান পরিচালনা, প্রতিমা বিসর্জনের স্থান ও সময় নির্ধারণ, রাস্তায় শৃংখলা রক্ষার্থে বিএনসিসি সদস্যদের নিয়োজিত করাসহ বিভিন্ন বিষয়ে সিদ্ধান্ত গৃহিত হয়েছে। #

https://www.bkash.com/