শিয়ালে কামড়ানো সেই মা মারা গেছেন


প্রকাশের সময় : অগাস্ট ৩১, ২০১৭, ৭:২২ AM
শিয়ালে কামড়ানো সেই মা মারা গেছেন

Morium- bagum Pic

ফুলবাড়িয়া নিউজ 24ডটকম : ময়মনসিংহের ফুলবাড়িয়ায় শিয়ালে কামড়ানো সেই মা মরিয়ম বেগম (৮০) আজ বৃহস্পতিবার সকাল ৬টার দিকে মুক্তাগাছা উপজেলার কাঠবাওলা মেজো ছেলে মারফত হোসেনের বাসায় মারা গেছেন।
উপজেলা নির্বাহী অফিসার লীরা তরফদার জানিয়েছেন মাননীয় জেলা প্রশাসকের নির্দেশে সেই মহিলা আমাদের সার্বক্ষনিক তদারকিতে ছিল। গত ২১আগস্ট তার ছোট ছেলেকে ডেকে এনে বয়স্ক ভাতার টাকা, নগদ টাকা ও ঈদ সামগ্রী দেয়া হয়েছে। ভাগ্যের নির্মম পরিহাস আজ ভোরে তিনি না ফেরার দেশে চলে গেছেন। ঈদের আগে এমন দুসংবাদে আমরা শোকাহত।
উল্লেখ্য, মরিয়ম বেগমের ৩ছেলের মধ্যে কেউ তাকে সুরক্ষা না করে গোয়াল ঘরে রেখে দিলে চলতি বছরের ২৪মে বুধবার রাতে শিয়াল কামড়িয়ে ক্ষত-বিক্ষত করে ঐ বৃদ্ধ মহিলাকে। খবরটি পত্র-পত্রিকার মাধ্যমে ছড়িয়ে পড়লে আলোড়ন সৃষ্টি করে।
২৯মে ঘটনাস্থলে ছুটে যান উপজেলা নির্বাহী অফিসার লীরা তরফদার। তাঁর চিকিৎসার ব্যবস্থা করেন। স্থানীয় সংসদ সদস্য আলহাজ্ব মোসলেম উদ্দিনসহ প্রধানমন্ত্রী শেখ হাসিনা বৃদ্ধ মরিয়ম বেগমের ভরন-পোষনের দায়িত্ব নেন।
মাকে সুরক্ষা না করার অভিযোগে ঐদিনই (সোমবার) রাতে বড় ছেলে মুখলেছ (৬২) কে গ্রেফতার করে পুলিশ।

https://www.bkash.com/