ফুলবাড়ীয়া থানার সেকেন্ড অফিসার আবুল খায়ের পদোন্নতি পেয়ে পুলিশ পরিদর্শক


প্রকাশের সময় : নভেম্বর ২১, ২০১৬, ৫:১০ AM
ফুলবাড়ীয়া থানার সেকেন্ড অফিসার আবুল খায়ের পদোন্নতি পেয়ে পুলিশ পরিদর্শক

abul-khirফুলবাড়িয়া নিউজ 24ডটকম : ফুলবাড়ীয়া থানায় কর্মরত সেকেন্ড অফিসার এস আই আবুল খায়ের পদোন্নতি লাভ করে পুলিশ পরিদর্শক হয়েছেন। ইতিমধ্যে ৯নভেম্বর তাঁকে ময়মনসিংহের পুলিশ সুপার সৈয়দ নুরুল ইসলাম পুলিশ পরিদর্শকের ব্যাজ পড়িয়ে দিয়েছেন।
আবুল খায়ের এর সঙ্গে একান্ত আলাপ-চারিতায় ‘ফুলবাড়িয়া নিউজ 24ডটকম’ কে জানিয়েছেন ১৯৮০সালে কিশোরগঞ্জ জেলার সদর উপজেলায় সম্ভ্রান্ত মুসিলম পরিবারে জন্ম গ্রহণ করেন। ৪ভাই ২বোনের মধ্যে আবুল খায়ের সবার বড়। ১৯৯৭সালে বিন্নাটী আ: মজিদ মোল্লা উচ্চ বিদ্যালয় হতে এস এস সি, ১৯৯৯সালে গুরুদয়াল সরকারী কলেজ হতে এইচ এস সি পাশ করেন। একই কলেজ হতে ২০০৩সালে বিএসএস (অনার্স) পাশ করেন তিনি। ২০০৫সালে এস আই পদে যোগদান করেন খায়ের। মৌলিক প্রশিক্ষণ শেষে ২০০৬সালে সুনামগঞ্জ জেলার দোয়ারা বাজার থানায় প্রথম কর্মজীবন শুরু করেন। একই বছর বদলী সূত্রে একই জেলার শাল্লা থানায় তাঁর বদলী হয়। ২০০৭সালে সুনামগঞ্জ সদরে এস আই শিক্ষানবিশ শেষে ২০০৮সালে সেকেন্ড অফিসার হিসেবে সুনামগঞ্জের জামালগঞ্জে বদলী হন। ২০০৮সালের শেষের দিকে নেত্রকোনা জেলার কমলাকান্দা থানায় যোগদান করেন। ২০১০সালের প্রথমদিকে একই জেলার মদন থানা, ২০১১সালে নেত্রকোনা সদর থানার সেকেন্ড অফিসার হিসেবে দায়িত্ব পালন করেন। পরবর্তীতে সেকেন্ড অফিসার হিসেবে ২০১৩সালে ময়মনসিংহ জেলার ভালুকা থানা, ২০১৪সালের শেষের দিকে ফুলবাড়ীয়া থানায় যোগদান করে দক্ষতার সাথে দায়িত্ব পালন করেন। ২০১৩ সালে বাবাকে হারান আবুল খায়ের। চলতি বছরের ৩ নভেম্বর পুলিশ পরিদর্শক হিসেবে তিনি পদোন্নতি লাভ করেন। ২০১৩সালে ৪জানুয়ারি নিজ উপজেলাতে শাম্মী আক্তার তিনা এর সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ হন। তাঁদের জান্নাতুল মাওয়া নূহা নামে ২বছর বয়সের একটি কন্যা সন্তান রয়েছে। ২০১২সালে পদোন্নতির জন্য ডি.টি.এস প্রশিক্ষণে অংশ গ্রহণ করে প্রথম হয়ে সম্মাননা ক্রেস্ট অর্জন করেন। চলতি বছর ময়মনসিংহ বিভাগের শ্রেষ্ঠ এস আই নির্বাচিত হয়ে নগদ অর্থসহ সম্মাননা ক্রেস্ট অর্জন করেন। তিনি কর্মকালীন চাকুরীর পাশাপাশি মানুষের আপন হয়ে কাজ করতে চান। পদোন্নতিপ্রাপ্ত নতুন পদে যোগদান সময়ের ব্যাপার।
অভিনন্দন : ফুলবাড়ীয়া থানার সেকেন্ড অফিসার এস আই আবুল খায়ের সদ্য পদোন্নতিপ্রাপ্ত হয়ে পুলিশ পরিদর্শক হওয়ায় অভিনন্দন জানিয়েছেন ফুলবাড়ীয়া প্রেসক্লাব সভাপতি মো. নুরুল ইসলাম খান ও সাধারণ সম্পাদক মো. আব্দুস ছাত্তার। অতীত অভিজ্ঞতার আলোকে ‘পুলিশ জনগনের বন্ধু’ এ স্লোগানের বাস্তব ভিত্তিক প্রতিফলন ঘটাবেন বলে সাংবাদিক নেতারা আশা পোষণ করেন।

https://www.bkash.com/