গৌরীপুরে বাস-অটো রিক্সা চালকের মাঝে সংঘর্ষে আহত-৪ ॥ বাস চলাচল বন্ধ


প্রকাশের সময় : অগাস্ট ২৪, ২০১৬, ১১:৪৯ AM
গৌরীপুরে বাস-অটো রিক্সা চালকের মাঝে সংঘর্ষে আহত-৪ ॥ বাস চলাচল বন্ধ

images-24

গৌরীপুর (ময়মনসিংহ) প্রতিনিধি : ময়মনসিংহের গৌরীপুর উপজেলার কলতাপাড়া বাজারে বুধবার (২৪ আগস্ট) দুপুর আড়াইটার দিকে যাত্রী উঠানোকে কেন্দ্র বাস ও অটো চালকের মধ্যে সংঘর্ষে ৪ জন আহত হয়েছে। আহতরা হলেন বাস চালক আকরাম (৩২), নয়ন (২৮), হেলপার সামিরুল (২৯) ও অটো রিক্সা চালক সোহেল (৩০)। এ ঘটনার পর থেকে গৌরীপুর-ময়মনসিংহ সড়কে বাস চলাচল বন্ধ রয়েছে। গৌরীপুর থানার পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রনে আনে। জানা গেছে গৌরীপুর বাস টার্মিনাল এলাকা থেকে বাস শ্রমিকদের নিষেধ থাকা সত্বেও অটো রিক্সায় যাত্রী উঠানোর ফলে এই সংঘর্ষের সৃষ্টি হয়। এসময় বাস শ্রমিকরা সোহেল নামে এক অটো চালককে মারধর করে। পরে কলতাপাড়া বাজারে সবুজ, রফিক, বাসারের নেতৃত্বে বাস থামিয়ে বাসের দুই চালক ও হেলপারের উপর হামলা চালায় অটো রিক্সা চালকরা। হামলায় গুরুতর আহত বাস চালক আকরাম গৌরীপুর হাসপাতালে চিকিৎসাধীন। গৌরীপুর উপজেলা শাখার বাস ট্রাক শ্রমিক ইউনিয়নের নেতা আহসান উল্লাহ ও মানিক মিয়া জানান, উক্ত সন্ত্রাসী হামলার সাথে জড়িতরা গ্রেফতার না হওয়া পর্যন্ত গৌরীপুর-ময়মনসিংহ সড়কে তারা বাস চলাচল বন্ধ রাখবে। বর্তমানে এই ঘটনায় উভয়পক্ষের মাঝে উত্তেজনা বিরাজ করছে।

https://www.bkash.com/