ময়মনসিংহে বাসের ধাক্কায় লেগুনা খাদে, নিহত ৫


প্রকাশের সময় : জুলাই ৫, ২০১৬, ৭:১১ AM
ময়মনসিংহে বাসের ধাক্কায় লেগুনা খাদে, নিহত ৫

image-24344ফুলবাড়িয়া নিউজ 24ডটকম : ময়মনসিংহে বাসের ধাক্কায় লেগুনা উল্টে গিয়ে খাদে পড়ে পাঁচ যাত্রী নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও ১৬ জন।
মঙ্গলবার (৫জুলাই) সকাল ছয়টার দিকে সদর উপজেলার বেলতলি এলাকায় ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।

তাৎক্ষণিকভাবে হতাহতের নাম পরিচয় জানা যায়নি।

ঘটনার সত্যতা নিশ্চিত করে কোতোয়ালী মডেল থানার উপ-পরিদর্শক (এসআই) নিরুপম দে জানান, ঢাকা থেকে ছেড়ে আসা টাউন সার্ভিসের দ্রুতগতির একটি বাস সকাল ছয়টার দিকে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের বেলতলি এলাকায় একটি যাত্রীবাহী লেগুনাকে পেছন দিক থেকে ধাক্কা দেয়। এতে লেগুনাটি মহাসড়কের পাশে খাদে পড়ে উল্টে যায়। এতে ঘটনাস্থলেই পাঁচজন নিহত হয়েছেন। এ ঘটনায় গুরুতর আহত ১৬ জনকে উদ্ধার করে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

তিনি জানান, নিহতদের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে রাখা হয়েছে।

এদিকে পুলিশ বাসটিকে আটক করেছে বলে জানিয়েছেন ময়মনসিংহ ফায়ার সার্ভিসের সহকারি পরিচালক নাজমুল ইসলাম।

https://www.bkash.com/