,

ThemesBazar.Com

ফুলবাড়িয়ায় ঔষধের দোকানে ভ্রাম্যমান আদালতের সোয়া লাখ টাকা জরিমানা

7000

ফুলবাড়িয়া নিউজ 24ডটকম : সোমবার (১৩নভেম্বর)বিকাল ৫টায় ময়মনসিংহের ফুলবাড়িয়া পৌর সদরে ঔষধের দোকানগুলোতে ভ্রাম্যমান আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও ইউএনও লীরা তরফদার অভিযান চালিয়ে মেয়াদত্তীর্ণ ঔষধ এবং ইনজেকশন রাখার দায়ে ৫টি দোকান মালিককের কাছ থেকে ১লাখ ৩০হাজার টাকা জরিমানা আদায় করেছে। জরিমানাকৃত দোকানগুলো হলো নাহার মেডিকেল হল ৪০হাজার, বারী মেডিকেল হল ২০হাজার, সোহেল মেডিসিন পয়েন্ট ৪০ হাজার, এ এম ফার্মেসি ২৫ হাজার ও সোহরাব মেডিকেল হল ৫হাজার টাকা। জব্দকৃত মেয়াদত্তীর্ণ ঔষধ উপজেলা পরিষদ মাঠে পোড়ানো হয়।

ThemesBazar.Com

     এ জাতীয় আরও সংবাদ